উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গতকাল ২শা মার্চ বাংলাদেশ মুজাহিদ কমিটি উজিরপুর উপজেলা শাখা ও এলাকাবাসীর উদ্দগ্যে ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে প্রধান অতিথি হিসাবে উপস্থতিত ছিলেন শায়েখে চরমোনাই (পীর) আলহ্বাজ মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। হাজার হাজার মুসলীম নর নারী’র উপস্থিতিতে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত চরমোনাই ভক্ত মুসলীম উম্মা’র উপস্থিতিতে এবং এলাকার যুব সমাজের সার্বিক সহযোগিতায় আল্লাহ্ তাআলার সন্তুষ্টির জন্য বাস্তবতার পেক্ষাপটে পবিত্র কুরআন ও হাদীসের আলোকে প্রায় ১ ঘন্টার সময় নিয়ে হুজুর আলোচনা করেন। এছাড়াও হুজুরের এআলোচনায় উপস্থিতির মাঝে কান্নার রোল পরে যায় এবং আল্লাহ্ তাঅলার কাছে পানা চায় সবাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শরীয়তপুর রাজগঞ্জ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব, ও বিশিষ্ঠ ইসলামিক আলোচক হযরত মাওলানা হাফিজুর রহমান শরীয়তপুরী।

- মার্চ ৩, ২০২০
৭৫৪
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩