উজিরপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ২ মার্চ সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিসারের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ‘‘ভোটার হয়ে ভোট দেব দেশ গড়ায় অংশ নেব’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয় পত্র বিতরণের উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শওকত হোসেন। উপজেলা নির্বাচন অফিসার মোঃ আলিমদ্দিন এর সার্বিক তত্ত¡াবধানে আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মশিউর রহমান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, সমবায় কর্মকর্তা মোঃ আঃ মজিদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শিপন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লায়লা পারভীন, প্রধান শিক্ষক নাজমুল ইসলাম, বামরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গৌরাঙ্গ লাল কর্মকারসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় উপজেলায় ২০ হাজার ৭৭৩ জন নতুন ভোটারদের মধ্য থেকে ১০ জনকে জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান