বরিশালের উজিরপুরে ব্যাপক আয়োজনে বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলার ডাকবাংলা চত্বরে মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানমের নেতৃত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী বেদীতে পুষ্পমাল্য অর্পণ করে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। পরে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা আওয়ামীলীগ নেত্রী সাহানা আক্তার শেলি, রানী বেগমসহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি এস.এম জামাল হোসেন বলেন, মহিলা আওয়ামীলীগকে আরো সুসংগঠিত করে একটি শক্তিশালী দলে পরিনত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

- ফেব্রুয়ারি ২৭, ২০২০
৪৩১
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩