শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাঁপায় ওমর আলী কাজী (৪০) নামের একজন নিহত ও আরও একজন আহত হয়েছেন। নিহত ওমর আলী জেলার বাবুগঞ্জ উপজেলার রাজকর গ্রামের বাসিন্দা মোতাহার আলীর পুত্র।
বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাবুগঞ্জ উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে ওমর আলীসহ ওই দুইজন রওয়ানা হন। পথিমধ্যে দুর্ঘটনাস্থল ব্রিজে উঠলে বিপরীতদিক থেকে আসা আরআরপি এগ্রো ফার্মার একটি দ্রুতগামী পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই ওমরের মৃত্যু হয়। তার সাথে থাকা মোটরসাইকেলের আরেক আরোহীকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এয়ারপোর্ট থানার এসআই আখতারুজ্জামান জানান, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি ঘাতক পিকআপ ও চালককে আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।