• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীর উরস শরীফ সম্পন্ন

বিশ্ব ওলি খাজা বাবা ফরিদপুরীর উরস শরীফ সম্পন্ন

শান্তি ও কল্যাণকামী নারী-পুরুষের জনস্রোত গিয়ে মিশেছে শেরপুরের পাকুরিয়া বিশ্বওলীর আবির্ভাব মঞ্জিলে ও ফরিদপুরে বিশ্ব জাকের মঞ্জিলে। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরীর প্রয়াণ দিবস উপলক্ষে প্রতি বছর এসময় আয়োজন করা হয় এ উরস শরিফের। উরসে পাকুরিয়া যেন জনসমুদ্রে পরিণত হয়। ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু, ইয়া রহমাতাল্লিল আলামিন ধ্বনিতে মুখরিত পুরো ওরস প্রাঙ্গণ। ওরসের ঐতিহ্য অনুযায়ী এবারও পৃথক তাঁবুতে হিন্দু ধর্মাবলম্বীসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষও সৃষ্টিকর্তার আরাধনায় মগ্ন। প্রতি বছরই বিশাল আয়োজন থাকে এ উরস শরিফে। এবারও এ আয়োজন সফল করতে ওজু, এবাদত-বন্দেগি, আহার, বিশ্রাম, নিরাপত্তা, ট্রাফিকসহ মোট ৫৮টি উপ-কমিটির কয়েক হাজার স্বেচ্ছাসেবী কাজ করছেন। সারাদেশ থেকে বিশ্ব ওলীর আবির্ভাব মঞ্জিলে কয়েক হাজার বাসে ভক্তরা একত্রিত হন। গতকাল সোমবার রাতে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান ড.খাজা সায়েম অামির আগত জাকের পার্টির নেতা কর্মির উদ্দেশ্য দিক নির্দশনা মুলক বক্তব্য রাখেন। বিশ্ব উরস শরিফের শেষ দিক (মঙ্গলবার ) জাকের পার্টির চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সকালে অনুষ্ঠানের মঞ্চে আসেন। তখন উপস্থিত ভক্তদের ভালোবাসায় মুগ্ধ হন তিনি। উরসে নফল ইবাদত, তেলাওয়াত, মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত এবং রাতের শেষভাগে আল্লাহর রহমত কামনা ও বিশ্বনবীর স্মরণে মোরাকাবা-মোশাহেদা ও ওয়াজ-নসিহত অনুষ্ঠিত হচ্ছে। ১৯ বছর আগে এদিন রাতে জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী ইন্তেকাল করেন। তার স্মরণে রাত ১টা ১৫ মিনিটে বিশেষ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় উরস ময়দানে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জাকের পার্টির চেয়ারম্যান দেশ ও জাতির শান্তি কামনার মধ্যে দিয়ে আখেরী মোনাজাতের মাধ্যমে এ উরস শরিফ শেষ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *