• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়ার ৯ মাস পার হলেও এখনো মৌখিক পরীক্ষার কোনো হদিস নেই

লিখিত পরীক্ষার রেজাল্ট দেয়ার ৯ মাস পার হলেও এখনো মৌখিক পরীক্ষার কোনো হদিস নেই

মেহেদী হাসান: মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ৯-৯-২০১৮ তারিখে (স্মারক নম্বর হচ্ছে ৩২.০২.০০০০.০০৪.১১.০৭৭.১৪ (অংশ -৪)/৩২৮ তারিখ: ০৯/০৯/২০১৮ ইং)। আর লিখিত পরীক্ষা নেওয়া হয় ১৬-১১-২০১৮ তারিখে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ১৬-৬-২০১৯। সেখানে নির্দেশনা দেখা যায়—‘দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষার তারিখ ও করণীয় বিষয় পরবর্তীতে ই-মেইল, এসএমএস ও ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে।’ আমি না হয় সবসময় অনলাইনে ঢুকতে পারি, কিন্তু বেকার অনেকেই তাদের পরীক্ষারর ফিস দেওয়াও সম্ভব হয় না। তাহলে কিভাবে তারা নেটে চেক করবে? বিষয়টিও বিবেচনার জন্য সবিনয়ে অনুরোধ রাখছি। এদিকে ২০২০ সাল এলো, এখনো মৌখিক বা ভাইভার কোনো খবর নেই। এরই মধ্যে আমার মত অনেকের চাকরির বয়স সমাপ্তির পথে। তাই মুজিববর্ষে সরকারের কাছে বিনীত অনুরোধ এই যে, শূন্য থাকা পদগুলোতে যোগ্যতার ভিত্তিক নিয়োগ দিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *