বরিশালের উজিরপুরে সর্ববৃহৎ বায়োফ্লগ মৎস চাষের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। ২৫ ফেব্রæয়ারী বুধবার বিকাল ৫টায় উজিরপুর বাজারের নিকটবর্তী রশিদ হাওলাদারের বাড়ীর সামনে ঢাকা বায়োফ্লগ সমিতির সভাপতি আমিনুল ইসলাম শিপনের উদ্যোগে উজিরপুরস্থ সুজন একোয়া ফার্ম নামক ৬ সদস্যের একটি সমবায় সমিতির মাধ্যমে সাড়ে ৫শত স্কয়ার ফিটের ৬০ হাজার লিটার পানির ধারন ক্ষমতা সম্পন্ন একোয়া ফার্মে ৩০ হাজার পিচ তেলাপিয়া ও শিং মাছের পোনা ফেলানো হয়। উদ্বোধন কালে আরো উপস্থিত ছিলেন সুজন সমবায় সমিতির সভাপতি সাবেক ইউপি সদস্য আঃ হাকিম সিকদার, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, সাবেক সভাপতি মহসিন মিঞা লিটন, সাংবাদিক এমদাদুল কাসেম সেন্টু, হাফেজ মোঃ মনিরুল ইসলাম শামিম, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আলমগীর হোসেন, জমিদাতা রশিদ হাওলাদার, অষ্ট্রেলিয়া প্রবাসী তরুন উদ্যোক্তা আমিনুল ইসলাম পরাগ প্রমুখ। এব্যাপারে উদ্যোক্তা আমিনুল ইসলাম শিপন জানান অল্প জায়গায় মাটির উপরে ক্যামিক্যাল মুক্ত সম্পূর্ন অরগানিক প্রকৃয়ায় বায়োফ্লগ মৎস্য চাষ অত্যাধিক লাভজনক। এই বায়োফ্লগ ৮০ হাজার টাকা খরচ করে বাঁশ, কাঠ, পাঠখড়ি, তারপলিথিন দিয়ে তৈরী করা হয়েছে। এর পানির উচ্চতা আড়াই থেকে সাড়ে তিন ফিট। সাড়ে ৫শত স্কয়ার ফিট বায়োফ্লগে ৬ মন মাছের পোনা চাষ করে চার মাসে ৫০ মন মাছ উৎপাদন করা সম্ভব বলে জানান উদ্যোক্তা শিপন। তিনি আরো জানান তরুন শিক্ষিত বেকার যুবকরা অল্প পুজি দিয়ে এই ব্যবসা শুরু করতে পারে।

- ফেব্রুয়ারি ৫, ২০২০
৪৫১
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩