ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও তেলের ট্যাংক লরির সাথে ত্রিমূখী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। ২ ফেব্রুয়ারী বেলা ১২টায় উজিরপুরের ইচলাদী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ১ ঘন্টা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিধখালী থেকে সুরেশ্বর দরবার শরীফের উদ্দেশ্যে লিমা পরিবহন ঢাকা মেট্রো-জ-১১-২২০৬ রিজার্ভ বাসটি ৫০-৬০ জন অতিরিক্ত যাত্রী নিয়ে ইচলাদী টোল প্লাজায় আসামাত্র বিপরীত দিক থেকে মেসার্স তালুকদার এন্টারপ্রাইজ যশোর ড-১১-০৪৪৮ তেলের ট্যাংক লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। তেলের ট্যাংক লরির পিছনের সেবা পরিবহনের ফরিদপুর ব-০২২১ বাসটি একই সাথে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে উজিরপুর ফায়ার সার্ভিস, থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ব্যাপক উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের হাসপাতালে প্রেরণ করেন। এতে তাৎক্ষণিক ইচলাদী টোল প্লাজায় ২০-২৫ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর ৬ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। বাকীদের উজিরপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে সুবিদখালীর অরুন শীল(৩০), কামাল হোসেন(৩৫), নাজমুল(১৪), পটুয়াখালীর লিটন (৩৫), বাকেরগঞ্জের হেলাল(৪০), মির্জাগঞ্জের বাদল(৩৫), সুবিদখালীর জায়েদা বেগম (৩৫), মামুন(৩৮), মোর্শেদা বেগম (৪০), ট্যাংক লরির ড্রাইভার মিলন গাজী (৪০), হেলফার তুষার বেপারী(১৭)সহ আরো অনেকে আহত হয়েছে। যাত্রীরা জানান, সুরেশ্বর দরবার শরীফের বাসটি ব্রেক ফেল করে বিপরীত দিকের ট্যাংক লরির মুখোমুখে সংঘর্ষে পতিত হয়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

- ফেব্রুয়ারি ২, ২০২০
৫৬৮
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩