বরিশালের গৌরনদীতে অবিভক্ত ভারতবর্ষের সাবেক আইনমন্ত্রী মহাপ্রাণ যোগেন্দ্রাথ মন্ডলের ১১৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে দুই দিন ব্যাপী নান কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।
মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি পরিষদ উপজেলা শাখার আয়োজনে যোগেন্দ্রনাথ মন্ডলের জন্মভূমি বার্থী ইউনিয়নের মৈস্তারকান্দি গ্রামে সকালে ধর্মীয় অনুষ্ঠান, স্মরণসভা ও বিকেলে কবি গানের আয়োজন করা হয়। যোগেন্দ্রনাথ মন্ডলের দৌহিত্র মন্টু মন্ডলের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। প্রধান বক্তা ছিলেন পরিষদের ইতিহাস ও গবেষনা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ সরদার। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক খোকন আহম্মেদ হীরা, সমাজ সেবক কুমদ বালা, কমরেট মনোজ গোমস্তাসহ অন্যান্যরা।
