• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

এস. এস. সি পরিক্ষার্থীদের কাছে মাইক দাবি করলেন “প্রধান শিক্ষক”

এস. এস. সি পরিক্ষার্থীদের কাছে মাইক দাবি করলেন “প্রধান শিক্ষক”
বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়ন এর পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃবজলুর রহমান ২০২০ সালের এস.এস.সি পরিক্ষার্থীদের কাছে মাইক দাবি করেন। পরিক্ষার্থীরা প্রতিষ্ঠানে মাইক দিতে অশিকার করেন। বিদায় অনুষ্ঠানে এ মাইক দাবি করেন প্রধান শিক্ষক। কিন্তু মাইক না দিয়ে ১২ জোড়া প্লেট দিয়েছেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এস.এস.সি পরিক্ষার্থীরা। এতে প্রধান শিক্ষক মোঃবজলুর রহমান পরিক্ষার্থীদের উপর চরাও হয়েছে বলে জানিয়েছেন এক পরিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিক্ষার্থী বলেন আমরা তার কথায় স্কুলে মাইক দ্যাইনি তাই তিনি আমারা ছালাম দিলেও ছালামের উত্তর ও দ্যায় না। অন্য আর এক পরিক্ষার্থী অভিযোগ করেন সরকার আমাদের পরিক্ষার জন্য এডমিট ফ্রি দিয়েছে কিন্তু আমাদের প্রধান শিক্ষক এডমিট এর জন্য আমাদের কাছে ৫০০ থেকে ৬০০ টাকা দাবি করেন। কিন্তু আমরা এ টাকা দিতে আপত্তি করলে তিনি বলেন এটা দিয়ে তোমাদের প্রাকটিকাল এর টাকা দেওয়া হবে। এ বিষয় প্রধান শিক্ষকের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন আমাদের অনেক খরচ আছে আর প্রাকটিকাল এর জন্য এ টাকা নিচ্ছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *