• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে এস.এস.সি কেন্দ্র সচিব শাহে আলম এর বিরুদ্ধে সকল প্রধান শিক্ষকদের অনাস্থা

বরিশালে এস.এস.সি কেন্দ্র সচিব শাহে আলম এর বিরুদ্ধে সকল প্রধান শিক্ষকদের অনাস্থা

বরিশালের উজিরপুরে এস.এস.সি পরীক্ষার কেন্দ্র সচিব মোঃ শাহে আলমের বিরুদ্ধে সকল প্রধান শিক্ষক অনাস্থা প্রকাশ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে যৌথ স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ২৬ জানুয়ারী রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সরদার, শেরে বাংলা পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বামরাইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইউসুফ, সানুহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বঙ্কিম চন্দ্র হালদার, আটিপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিকারপুর জি.জি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ হালদার, জয়শ্রী-মুন্ডপাশা এস.এ.বি.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেকেন্দার আলী জানান, উজিরপুর সরকারি ডবিøউ. বি. ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ শাহে আলম কে ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের সমন্বয়ে পরীক্ষা কেন্দ্র নং ৬৪১ এর কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু কোন শিক্ষকের সাথে পরামর্শ না করে কেন্দ্র পরিচালনার জন্য ২১ জানুয়ারী একটি অযোক্তিক ও অনৈতিক বাজেট প্রনয়ন করেন। যাহা কোনক্রমেই বিদ্যালয়ের শিক্ষকরা মেনে নিতে পারেনি। তাই ৭ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। ২০১৯ সালে পরীক্ষা চলাকালীন সময়ে অসৎ উপায় অবলম্বনে সহযোগীতা এবং নকল সরবরাহকারীকে পলায়নে সহযোগীতা করায় পরীক্ষা শুরুর দ্বিতীয় দিন থেকে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছিল। এছাড়া বিগত দিনে তার দায়িত্ব পালন কালে বেঞ্চ পরিবহন ও আপ্যায়ন খাতে দূনীর্তি ধরা পরে। তার প্রতিষ্ঠানের ঢেউটিন আত্মসাৎ করে নিজ বাড়ীর কাজে ব্যবহার করেন। নিজের সন্তানকে ভর্তি পরীক্ষায় অবৈধভাবে সুযোগ সুবিধা করে দেওয়া নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। সরকারি ডবিøউ বি. ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের শিক্ষকদের সাথে অসৎ আচরন করায় শিক্ষকরা একত্রিত হয়ে সাবেক নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছিল। চলতি বছরে ৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষায় অনিয়ম দূর্নিতী করার অভিযোগ সহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে এলাকাবাসী প্রতিষ্ঠানের সামনে বিক্ষোভ মিছিল করেছিল। ৭ প্রধান শিক্ষক লিখিত অভিযোগে আরো জানান তার মত অসৎ চরিত্রের অধিকারী, দায়িত্বে অবহেলা এবং দূর্নীতি পরায়ন কেন্দ্র সচিবকে অব্যাহতি প্রদান করে নতুন কেন্দ্র সচিবের দায়িত্ব প্রদান করার জন্য উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছেন। এব্যাপারে অভিযুক্ত কেন্দ্র সচিব শাহে আলম এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতি বিশ্বাস জানান অভিযোগ পেয়েছি বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *