• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

উজিরপুরে নারীসহ ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা, গ্রেফতার -২

উজিরপুরে নারীসহ ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা, গ্রেফতার -২

বরিশালের উজিরপুরে গাছকাটায় বাঁধা দেওয়ায় নারীসহ ৪জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ ঘটনায় থানায় মামলা দায়ের, ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও আহত সূত্রে জানা যায় উপজেলার পূর্ব ধামুরা গ্রামের হাচেন হাওলাদার এর সাথে একই বাড়ীর আব্দুল মালেক হাওলাদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ২৭ জানুয়ারী সোমবার দুপুর ২টায় মালেক হাওলাদার ও তার ছেলে ইমরান হাওলাদার, নাঈম হাওলাদার, মেয়ে ফাতেমা বেগম, শারমিন বেগম, আখি বেগম, স্ত্রী মর্জিনা বেগম ও তার নিকট আত্মীয় মোঃ রিপন মিলে একদল ভারাটিয়ে সন্ত্রাসী বাহিনী নিয়ে হাচেন হাওলাদারের ভোগদখলীয় বসতবাড়ীর সামনে আঙিনায় রোপিত একটি চাম্বল গাছ জোড় পূর্বক কর্তন করে। এ সময় হাচেন হাওলাদার ও তার স্ত্রী ছালমা বেগম, মেয়ে আরজু বেগম, চাচাতো ভাই সিরাজ হাওলাদার, ভাতিজি গর্ভবতি মাহমুদা বেগম বাঁধা দিলে তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। আহতরা ডাকচিৎকার করলে তাদের কাছ থেকে সন্ত্রাসীরা স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকী দিয়ে চলে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার বেগতিক দেখে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। আহত হাসান হাওলাদার জানান আমাদেরকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি কুপিয়েছে ওই সন্ত্রাসীরা এবং হামলার ঘটনা ধামাচাঁপা দেওয়ার জন্য প্রতিপক্ষরা মিথ্যা নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ ঘটনায় ছালমা বেগম বাদী হয়ে উল্লেখ্য ৮জন সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন আহতর পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *