জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের মধ্যম কেশবকাঠী জামে মসজিদের উদ্দ্যগে গতকাল ১০ জানুয়ারী শুক্রবার বার্ষিক তাফসীরুল কোরআন মাহ্ফিল ও দোয়া অুষ্ঠানের আয়োজন করা হয়। কোরআন ও হাসিদের আলোকে তাফসীরুল কোরআন মাহ্ফিল ও দোয়া অুষ্ঠানে কেয়ামত ও পরকালের জান্নাতের শান্তি ও জাহান্নামের কষ্ট সম্পর্কে আলোচনা করা হয়। মধ্যম কেশবকাঠী জামে মসজিদ ম্যনেজিং কমিটির সভাপতি আলহ্বাজ আব্দুল মন্নান মাস্টার’এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পি এইচ ডি গবেষক, এস এ ও যমুনা টিভিসহ অনান্য স্যাটালাট চ্যানেলের ধর্মীয় আলোচক এবং ঢাকা রামপুরা নূরানী মসজিদের খতিব আলহ্বাজ মাওলানা মুহাম্মাদ কামরুল হাসান শাহীন। অত্র মাফিলে প্রধান অতিথি ছিলেন ওটরা ইউনিয়ন চেয়ারম্যান অধ্যক্ষ আলহ্বাজ শাহদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দ আজিজুল হক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ রহিুল আমিন। বিশেষ অতিথি হিসাবে এছাড়াও উপস্থিত ছিলেন চকমান দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হক। বিশেষ বক্তা হিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ মুফাচ্ছেরে কোরআন ও বাবুগঞ্জ চরসাধুকাঠী ইসলামিয়া মাদ্রাসার আরবী প্রভাষক হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং মধ্যম কেশবকাঠী জামে মসজিদের খতিব হাফিজ মাওলানা মোঃ ইউসুফ আলী মল্লিক। কোরআন ও হাদিসের এ মাহফিলে অত্র এলাকার এক হাজারের বেশি ধর্মপ্রান মুসলমান নারী ও পুরুষের উপস্থিতিত্বে সারা বিশ্বের মুসলমানদের শান্তির জন্য মহান আল্লাহ রাব্বুল আল আমিনের কাছে দোয়া প্রার্থনা করা হয়। অত্র মাহফিল ও দোয়া অনুষ্ঠানের জন্য সহযোগিতায় প্রমিজ ডেভেলপমেন্ট লিঃ সহ স্থানীয় সকলে সবান্ধবে অংশগ্রহন করেন।

- জানুয়ারি ১১, ২০২০
৬১১
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩