মোঃনিজাম উদ্দীন (স্বাধীন): বরগুনার বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে মুজিব বর্ষ উদ্যাপন উপলক্ষে অর্থ মন্ত্রণালয়েল অর্থনৈতিক সম্পর্ক বিভাগ’র উদ্যোগে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানমালা অংশ হিসেবে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং আনন্দমুখর পরিবেশে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শওকত হাচানুর রহমনা রিমন’র নেতৃতে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: মাকসুদুর রহমান ফোরকান, উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো: নুরুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আমিরুল ইসলাম পিন্টু ও মাহমুদা খানম, অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ আব্দুর রজ্জাক খান, বেতাগী সদর ইউপি চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, ৩নং হোসনাবাদ ইউপি চেয়ারম্যান মোঃখলিলুর ররহমান খান।উপজেলা যুবলীগ সভাপতি মো: জহিরুল ইসলাম লিটন ও ছাত্রলীগ সভাপতি বিএম আদনান খালিদ মিথুন মিশ্বাস। সাধারণ সম্পাদক ছাব্বির। পরে বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- জানুয়ারি ১১, ২০২০
৪৯০
Less than a minute