উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ জানুয়ারী শনিবার সকাল ১০টায় বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতিতে একটি বিশাল র্যালি উপজেলা চত্বর থেকে শুরু করে সরকারি ডব্লিউ.বি. ইউনিয়ন ইনষ্টিটিউশন মাঠে শেষ হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভায় বরিশাল অতিঃ জেলা প্রশাসক(সার্বিক) মোঃ তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস,এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম এর সঞ্চালনায় আরো বক্তৃতা করেন ওসি জিয়াউল আহসান, বি.এন.খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, শেরে বাংলা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, আ’লীগ নেতা গৌরাঙ্গলাল কর্মকার, কাউন্সিলর দিলীপ কুমার সিকদার প্রমূখ। বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, রাতে বর্ণিল আতশবাজি প্রদর্শন করা হয়।