সরকারি বিধি মোতাবেক আগরপুর ডিগ্রি কলেজ আগরপুর বাবুগঞ্জ বরিশালে শূন্য পদে“জীববিজ্ঞান”বিষয়ে একজন গবেষণাগার / ল্যাব সহকারী আবশ্যক। বিজ্ঞান বিভাগ থেকে সংশ্লিষ্ট বিষয়সহ এস,এস, সি/সমমান দ্বিতীয় বিভাগে পাশ** ২০/০১/২০ তাং এর মধ্যে রুপালি ব্যাংক আগরপুর শাখায় ৫০০ /= টাকার ব্যাংক ড্রাফটসহ দরখাস্ত আহবান করা যাচ্ছে।