গৌরনদী প্রতিনিধি: বরিশাল বিজ্ঞ গৌরনদী সহকারী জজ আদালতের মামলা নং ৯৪/২০০৩ এর রায় প্রদানকারীর পক্ষে আদালতের নির্দেশক্রমে গৌরনদীর সরিকল মৌজার সম্পত্তির দখল বুঝিয়ে দেয়া হয়েছে।
বুধবার দিনব্যাপী জমির পরিমাপ করে মামলার রায় প্রদানকারীর পক্ষে জমির দখলী বুঝিয়ে দেন বরিশাল এ্যাডভোকেট কমিশনার এস এম তৌহিদুর রহমান সোহেল, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, আদালতের প্রসেস সার্ভেয়ার সুমন খান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেজবা উদ্দিন আকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, ইউপি সদস্য আনিচ মোল্লাসহ স্থানীয়রা। উল্লেখ্য গৌরনদীর সরিকল গ্রামের রুহুল আমীন মিয়া গংরা ২০০৩ সালে একই গ্রামের নুরুল আলম মিয়া গংদের নামে ৬ একর ৪৬ শতক জমি নিয়ে মামলা প্রদান করেন। মামলায় নুরুল আলম মিয়া গংরা রায় পেলে বুধবার দিনব্যাপী জমির পরিমাপ শেষে আদালতের মাধ্যমে জমি বুঝিয়ে দেয়া হয়।
