• জুন ৮, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

খুলনায় নেছারাবাদী হুজুর এর শুভ আগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাফিল

খুলনায় নেছারাবাদী হুজুর এর শুভ আগমন উপলক্ষে ওয়াজ ও দোয়া মাফিল

নিজাম উদ্দীন (স্বাধীন): কলেমাগো মুসলামন এক হও এক হও ইসলামের এই স্লোগানকে সামনে রেখে  খুলনা মহানগর আওতাধীন খালিশপুর থানায় ৭নং ওয়ার্ড কাশিপুর ফুটবল মাঠে এ ওয়াজ ও দোয়া মাফিল উনুষ্ঠিত হয়। ৮ জানুয়ারি ২০২০ তারিখ রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায় শুরু হয়ে রাত ১১ টা পর্যন্ত চলে এ ওয়াজ ও দোয়া মাফিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল উত্তেহাদ মা’য়াল ইখতেলাক ‘ (মতানৈক্যসহ ঐক্য) নীতির উদ্ভাবক হযরত কায়েদ ছাহেব হুজুর( রাহঃ) এর একমাত্র ছাহেবজাদা আমীরুল মুছলিহীন আলহাজ্ব হযরত মাওলানা মুহম্মদ খলীলুর রহমান সাহেব।

ওয়াজ ও দোয়া মাফিলের সভাপতিত্ব করেন মুছলিহীন খুলান জেলার সভাপতি ও খুলনা ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃমিজানুর রহমান মিজান। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃসুলতান মাহমুদ পিন্টু। নেছারাবাদী হুজুর মুসলমানদের কলেমার পথে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান জানান। নেছারাবাদী হুজুরের সফরসঙ্গী হিসেবে তার সাথে ছিলেন মাওলানা মোঃ মনির হোসেন খান। বিশ্ব শান্তিকামী মুসলমানদের জন্য দোয়া মোনাজাত করে এ ওয়াজ ও দোয়া মাহফিলে সম্পাতি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *