বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ জানুয়ারী বুধবার বেলা ১১ টায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার ইসরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। আরো বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচি, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলি, প্রকৌশলী কে.এম রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা, বি.এন,খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, প্রাথমিক শিক্ষা অফিসার তাসলিমা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার সুমন চৌধুরী, ইউপি চেয়ারম্যান খালেক আজাদ, অধ্যক্ষ শাহাদাত হোসেন, ডাঃ দেলোয়ার হোসেন, এ্যাডঃ শহিদুল ইসলাম মৃধা,হাজ্বী ইউসুফ হোসেন হাওলাদার, সরোয়ার হোসেন, ডাঃ হরেন রায়, প্রধান শিক্ষক শাহে আলম, মিজানুর রহমান, স্যানেটারী ইন্সপেক্টর নুরুল আলম বখতিয়ার, মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ফরিদ হোসেন রানা, উপজেলা ছাত্রলীগ সভাপতি অসিম কুমার ঘরামীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ। এসময় ১০ জানুয়ারী শুক্রবার ব্যাপক আয়োজনে মুজিববর্ষ পালন উপলক্ষে বিকেল আড়াইটায় বঙ্গবন্ধুর অস্থায়ী বেদীতে পুস্প মাল্য অর্পন করে কর্মসুচি শুরু করবে প্রশাসন। বিকেলে সময় গননার কাউন্ট-ডাউন মেশিন স্থাপন করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হবে। ১১ জানুয়ারী শনিবার সকাল ১০ টায় র্যালী, আলোচনা সভা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের আলোচিত্র সরাসরি বড় পর্দায় দেখানো হবে। রাতে আতশবাজী প্রদর্শন করা হবে।

- জানুয়ারি ৮, ২০২০
৪০০
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩