
বরিশাল জেলার উজিরপুর মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী সত্তার হাওলাদার গ্রেফতার । জানা যায় উপজেলার শিকারপুর ইউনিয়নের, জি জি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে মোঃ সত্তার হাওলাদার দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা চালিয়ে আসছিল ,মডেল থানা পুলিশের এসআই সুদেব সঙ্গে অভিসার ও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সত্তার কে গ্রেফতার করেন।এ সময় তার কাছে ১০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মডেল থানার অফিসার ইনচার্জ জনাব জিয়াউল হাসান জানান সত্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে চালান করা হয়েছে। সাত্তারের গ্রেফতারে এলাকার সুধী সমাজ প্রশাসনের ধন্যবাদ জানিয়েছেন এবং এ অভিযান অব্যাহত রাখার জন্য পুলিশকে অনুরোধ করেছেন এলাকাবাসী।

