বরিশালের উজিরপুরে জলাতঙ্ক রোগ প্রতিরোধ করার লক্ষে ব্যাপক হারে কুকুরের টিকাদান কার্যক্রম উপলক্ষে অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ জানুয়ারী মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর ভারপ্রাপ্ত স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শওকত আলির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর নুরআলম বখতিয়ারের সঞ্চালনায় আরো বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অপুর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্য সাচি, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার, যুগ্ম সম্পাদক নাসির শরীফ, গুঠিয়া ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, এমডিভি সুপারভাইজার কাওছার আহম্মেদ, যুবায়ের হোসেন প্রমূখ। এসময় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, জলাতঙ্ক রোগের প্রতিশোধক কুকুরের টিকা প্রদান কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন। উপজেলা এমডিভি সুপারভাইজার কাওছার আহম্মেদ বলেন উজিরপুরের মানুষকে জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কুকুরের টিকাদান করা হবে। এ কার্যক্রমে উপজেলায় ২৩টি টিম কাজ করবে এবং কাজের সচ্ছতার কারনে মোবাইল ফোনে ছবি তোলা হবে। ভ্যাক্্িরন দেয়া প্রতিটি কুকুরকে চিহ্নিত করতে লাল রং দেয়া হবে। প্রতিটি ইউনিয়নে মাইক্রোপ্লান দেয়া হবে। দক্ষ প্রশিক্ষক দিয়ে কুকুর ধরা হবে। এ ছাড়াও টিকা প্রদানে সচেতনতা মুলক মাইকিং করা হবে।

- জানুয়ারি ৭, ২০২০
৩৮২
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩