স্টাফ রিপোর্টার: পুলিশকে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার ৫ জানুয়ারি পুলিশ সপ্তাহ ২০২০ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। এসময় তিনি বাংলাদেশ পুলিশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। মুজিববর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’ এ প্রতিপাদ্য নিয়ে গতকাল থেকে পুলিশ সপ্তাহ ২০২০ শুরু হচ্ছে। চলবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। এবার ৭১৩ পুলিশ সদস্য পাচ্ছেন বিপিএম, পিপিএম ও আইজিপি পদক। এর মধ্যে সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পুলিশ সপ্তাহে চারটি ক্যাটাগরিতে ১১৮ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত করা হয়েছে। উল্লেখ্য মনোনীত ব্যক্তিদের মধ্যে রয়েছে বরিশাল জেলার উজিরপুর উপজেলাধীন ওটরা ইউনিয়নের হাবিবপুরের কৃতিসন্তান বাংলাদেশ পুলিশের মাননীয় পুলিশ সুপার জামিল হাসান শাহীন। তিনি এ পদকে ভূষিত হয়ে দেশের গৌরব ও ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।