সেলিম রেজা:: সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের পক্ষ থেকে জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিনকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদেরকে এ সম্মাননা স্বারক প্রদান করেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খান। উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ২০১৯ এনায়েতপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক ফরিদা ইয়াসমিন জরুরি কাজে ব্যাস্ত থাকায় ঐদিন অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় শুক্রবার সন্ধ্যায় তাদেরকে ঢাকায় গিয়ে স্বারক দেয়া হয়। তবে ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আব্দুল মমিন মন্ডল, বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ ও চিত্র নায়ক রুবেল সহ উত্তরাঞ্চল ও জেলা উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ।

- জানুয়ারি ৬, ২০২০
৩৮২
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১