সেলিম রেজা: রাতের তাপমাত্রা কমে যাওয়ায় চলনবিল অধ্যাসিতু সিরাজগঞ্জের তাড়াশে শীতের প্রকোপ বেড়েছে ঘনকুয়াশায় শীতের তীব্রতা বেড়ে বিপর্যস্ত এ উপজেলার মানুষ। এতে বিপাকে পড়েছে ছিন্নমূল ও চরের মানুষ। প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। হাট-বাজার, অফিস-আদালত, স্কুল-কলেজে ছাত্র-ছাত্রী ও সাধারণ মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। বেলা গড়ার সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে উত্তর জনপথের প্রবেশদ্বার চলনবিলাঞ্চল ফুটপাত থেকে শুরু করে বড় বড় বিপণী বিতান গুলোতে শীতের পোষাকে বিক্রি বেড়েছে। দেশের শষ্য ভান্ডার হিসেবে খ্যাত, চলনবিলে, কোল্ড ইনজুরিতে পড়েছে বোরো ধানের বীজতলা। ঘনকুয়াশার কারনে সকাল বেলায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করেছে যানবাহন। বেলা গড়ালেও দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতার সাথে বেড়েছে শীতজনিত রোগবালাই। এতে বেশির ভাব আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধ। স্বাভাবিকের চেয়ে বেশি রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল গুলোতে। উত্তরাঞ্চলের হিমালয় পর্বত হওয়াতে এ অঞ্চলে শীত কিছুটা বেশিই।