স্টাফ রিপোর্টার, কাতার শাখাঃ জাকেরপার্টি কাতার শাখার আয়োজনে বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ও জাকেরপার্টি’র মহামান্য চেয়াম্যান ছাহেবের পবিত্র আবির্ভাব দিবস উদযাপিত। কাতারস্থ স্থানীয় একটি হোটেলে ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পার্টির চেয়ারম্যান পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেবের শুভ আবির্ভাব দিবস উদযাপন করা হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – কাতার শাখা জাকের পার্টির সাধারন সম্পাদক মো:রাশেদ আহমেদ সভাপতিত্ব করেন জাকের পার্টি দোহা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো:হাবিবুর রহমান । অনুষ্ঠান পরিচালনা ও আখেরী মোনাজাত পরিচালনা করেন দোহা শাখা জাকের পার্টির সাধারন সম্পাদক ও কাতার শাখার দপ্তর সম্পাদক মো:আজিজুল ইসলাম। অনুষ্ঠানে কুর-আন থেকে তেলাওয়াত করেন -ধর্ম বিষযক সম্পাদক মো:আক্তার মিয়া।এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মো:আজিজুল হক হাসান শাহজি, সহ- সাধারন সম্পাদক- মো:আশরাফুল আলম রহিম,মো:ফারুক আহমেদ, মো:আল আমিন খন্দকার, প্রমুখ। আল্লাহু আকবার ধ্বন্নির মধ্য দিয়ে পবিএ আবির্ভাব দিবসের কেক কাটা হয়, পরিশেষ এক খতম মিলাদ শরীফ পরে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।