মুক্তিযুদ্ধের মুখপত্র দৈনিক জনকণ্ঠ পত্রিকায় মুক্তিযোদ্ধাদের নিয়ে অসংখ্য রির্পোট প্রকাশ করায় এবং ঐক্যবদ্ধ পেশাদার সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় জনকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা সংবর্ধনা দেয়া হয়েছে। গৌরনদী উপজেলার চাঁদশী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে মাসব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে মঙ্গলবার বিকেলে সাংবাদিক খোকন আহম্মেদ হীরাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৭১’র জেলার উত্তর জনপদের মুক্তিযোদ্ধা সংগঠক যুদ্ধাহত জাতীয় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দে, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, সাংবাদিক খোকন আহম্মেদ হীরা। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হাওলাদার, আব্দুল মজিদ সরদার, সিদ্দিকুর রহমান মোল্লা, প্রধানশিক্ষক মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ শাহজালাল জমাদ্দার প্রমুখ।

- জানুয়ারি ১, ২০২০
৫০৪
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩