রাকিবুল ইসলাম তনু: আগামি ১১.১.২০২০ তারিখে পটুয়াখালী প্লাম্বার সমিতির দ্বিতীয় বারের মতো নিবা’চন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পটুয়াখালী প্লাম্বার সমিতি সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মো: আবদুর রব মোল্লা এবং সাবেক সাধারন সম্পাদক মো: মুজিবর রহমান তাদের অনেক কষ্টে গড়ে ওঠা এই সংগঠন। এই নিবা’চনে আবারও সভাপতি পদে থাকতে চায় সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক দুজনে সভাপতি পদটি পাওয়ার আশাবাদী এবং বিনা প্রতিদন্ধিতে সাধারন সম্পাদক নিবা’চিত হলেন মো: মোশারফ হোসেন এবং সহ-সভাপতি প্রাথী মো: বাদশা হাওলাদার, মো:আসলাম হাওলাদার। নির্বা’চনের স্থান : পটুয়াখালী তিতাস সিনেমা রোড প্লাম্বার সমবায় সমিতির কায’লয়।

- জানুয়ারি ১, ২০২০
৫৪৪
Less than a minute