• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীর ৪২ জনের তালিকা নিয়ে জটিলতা, ত্রুটিবিচ্যুতি যাচাইয়ের নির্দেশ

মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীর ৪২ জনের তালিকা নিয়ে জটিলতা, ত্রুটিবিচ্যুতি যাচাইয়ের নির্দেশ

বরিশালে মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীদের তালিকা নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছে। এসব মুক্তিযােদ্ধার নাম গেজেট আকারেও প্রকাশ করা হয়েছে। তবে শেষ মুহুর্তে রোববার বরিশাল জেলা প্রশাসনের যাচাই-বাছাই সভায় তাদের নাম-ঠিকানায় লসহ বিভিন্ন বিষয়ে এটিবিচ্যুতি পরিলক্ষিত হয়। এ টায় জেলা প্রশাসক কার্যালয় ও মুক্তিযােদ্ধাদের মধ্যে তােলপাড় সৃষ্টি হয়েছে। এমনকি ত্রুটিবিচ্যুতিতে থাকা বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৪২ মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীদের যে তালিকা হয়েছে তা স্থগিত রাখার সুপারিশ করা হয়। তাছাড়া জেলা প্রশাসনের ওই বৈঠকে বরিশাল মহানশর মুক্তিযােদ্ধা কমান্ডার মো. মােখলেছুর রহমানকে এমন তালিকা প্রেরণে ভ‘সনাও করা হয়েছে। পাশাপাশি বরিশাল জেলা সমাজসেবা অধিদফতরের একজন ক্লার্ককে শাস্তি প্রদানের বিষয়ে নির্দেশনা দেন সভার সভাপতি জেলা প্রশাসক যদিও জেলা প্রশাসক তালিকায় ত্রুটিবিচ্যুতির তথ্য স্বীকার করেননি। সভায় উপস্থিত জেলা সমাজসেবা অধিদফতরের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ বলেন, বেশ কয়েকজন মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীর নাম গেজেট আকারে প্রকাশ হয়েছে। যাচাই-বাছাইয়ের সময় নাম-ঠিকানার বানানজনিত ভুল ধরা পড়ে। এ ঘটনায় রােববারের বৈঠকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান অসন্তোষ প্রকাশ করছেন। তাই পুনরায় তালিকার ত্রুটি সংশােধনের কাজ চলছে। বরিশাল মুক্তিযােদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কেএম মহিউদ্দিন মানিক (বীরপ্রতীক) বলেন, রােববার যাচাই-বাছাই নিয়ে সভা ছিল। আমি অসুস্থ থাকায় সভায় যেতে পারিনি। তবে শুনেছি মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীদের নামের তালিকায় ভুয়া নাম দেয়া হয়েছে। এ বিষয় নিয়ে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। বরিশাল মহানগর মুক্তিযােদ্ধা কমান্ডার মােখলেছুর রহমান বলেন, তালিকাভুক্ত ৪২ মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীদের নিয়ে জটিলতা দেখা দিয়েছে। তাদের নাম ও ঠিকানার বানানে ভুল ধরা পড়েছে। তারা বরিশাল নগরীসহ জেলার ১০টি উপজেলার বাসিন্দা।গত রােববারের বৈঠকে জেলা প্রশাসক তথ্যে কেন অসঙ্গতি হয়েছে তা জানতে চেয়েছেন।মুক্তিযােদ্ধা ভাতা প্রত্যাশীদের তালিকা স্থগিত ও ক্রটিতে জড়িত কর্তাদের বিরুদ্ধে। ব্যবস্থা নেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এ ব্যাপারে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ৪২ মুক্তিযােদ্ধার ভাতা প্রত্যাশীদের তালিকা নিয়ে জটিলতার বিষয়ে আমার জানা নেই। তবে রােববার মুক্তিযােদ্ধাদের নিয়ে সভা ছিল। সেখানে এ ধরনের কোনাে আলােচনা হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *