• এপ্রিল ১, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে – রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে – ড. সায়েম আমীর ফয়সল

দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে – রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে – ড. সায়েম আমীর ফয়সল

জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. সায়েম আমীর ফয়সল (৩০শে ডিসেম্বর২০১৯) ঠাকুরগাঁ জেলা শহরে জাকের পার্টির এক মতবিনিময় সভায় জাকের পার্টির ভাইস চেয়ারম্যান বলেন জাকের পার্টির বয়স ৩০ বছর। যদিও এখন পর্যন্ত সংসদে আমরা একটা আসনও পাইনি। তবে একটি কথা সত্য, লেবাস বিক্রির রাজনীতি আমরা করি না। আমার ইসলামিক কিন্তু আমার টুপি-দাড়ি-পাঞ্জাবিতে না। কর্মই আমার ধর্ম। ইসলাম পালন করার নয়, আমরা সত্য ইসলাম কায়েম করতে এসেছি। বিকৃত ইসলাম নয়, আমরা সত্য ইসলাম প্রতিষ্ঠা করতে এসেছি। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, প্রবৃদ্ধি যে হারে বাড়ছে, সাম্য কি সে হারে বাড়ছে? একজন আলিশান বাড়িতে, আরেকজন রাস্তার ঢালে। একজন পোলাও-কোর্মা খায়, আরেকজন সপ্তাহেও গরুর গোশতও পায় না। প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ছে, বৈষম্যও সেভাবে বাড়ছে। আজ দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে। কিন্তু রাঘববোয়ালদের ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় ঠাকুরগাঁ শহর টাউন হলে মাঠে ঠাকুরগাঁ জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জাকের পার্টি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থক এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, টেন্ডারবাজি ও লেবাস বিক্রির রাজনীতিতে আমরা বিশ্বাসি না। জাকের পার্টি একটি প্রকৃত ইসলামীক রাজনৈতিক দল। আমাদের নারী ফ্রন্ট নিয়ে অতীতে কথা উঠেছিল। কিন্তু আজ নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের আদেশ দিয়েছে। তিনি বলেন জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ৩৩.৩৩ শতাংশ নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে কমিটি জমা দিয়েছে। জাকের পার্টির সবকিছুই স্বচ্ছ। ড. সায়েম আমীর ফয়সল আরো বলেন, আমরা প্রতিহিংসা, প্রতিশোধ ও রক্তপাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানবসেবা ও জনকল্যাণের রাজনীতিতে। আমাদের যদি ক্ষমতার মোহ থাকত, তাহলে ২০ বছর আগেই আদর্শ বিক্রি করে সংসদে যেতে পারতাম। কিন্তু আমরা তা করিনি। মনে রাখতে হবে- বটগাছের নিচে ছোটগাছ টেকে না। মতবিনিময় সভায় স্থানীয় জাকের পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ড. সায়েম আমীর ফয়সলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *