নাজমুল হক মুন্না: ধ্বংসের রাজনীতি পরিহার করে জনকল্যাণের রাজনীতিতে আসুন জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল রাজনৈতিক দলগুলোকে সংঘাতের রাজনীতি থেকে সরে এসে জনগণের কল্যাণের রাজনীতির পথে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের উন্নয়ন, কল্যাণ এবং সেবার কাজে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। আপনারা ধ্বংসের রাজনীতি পরিহার করে বৃক্ষরোপণ, স্বাস্থ্যসেবা এবং জনকল্যাণমূলক রাজনীতিতে আত্মনিয়োগ করুন। আজ শনিবার দুপুরে রাজধানীর পল্লবীতে সিপিএইচডি আয়ুর্বেদিক লিমিটেডের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচিতে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিপিএইচডি’র ডেপুটি সিইও ফারাহ আমীর ফয়সল তার সাথে ছিলেন। জাকের পার্টি চেয়ারম্যান বলেন, সুস্থ রাজনীতির প্রতিযোগিতা থাকা উচিত। আমরা ভালো কাজে প্রতিযোগিতা করতে চাই। ব্যাপক কর্মসংস্থান সুনিশ্চিত করতে চাই। যা আমরা সিপিএইচডি’র মাধ্যমে সফলভাবে শুরু করেছি। ইনশাল্লাহ সুস্থ রাজনীতির প্রতিযোগিতায় আমরা বিজয়ী হব। দেশ এগিয়ে যাবে। আমরাও এগিয়ে যাব। মোস্তফা আমীর ফয়সল বলেন, স্বাস্থ্য সেবায় এগিয়ে যেতে হবে। দেশে ভাল মানের খাবার এবং ওষুধ নিশ্চিত করতে হবে । তাই স্বাস্থ্যসেবায় আমরা গুরুত্ব দিয়েছি। স্বাস্থ্য সেবার পাশাপাশি অন্ন, বস্ত্র ও বাসস্থানও সুনিশ্চিত করতে হবে। সরকারের পাশাপাশি আমরা কাজ করে যাব।

- ডিসেম্বর ২৯, ২০১৯
১,১৫২
Less than a minute