• মার্চ ২৮, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরিশালে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুইজন আটক

বরিশালে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুইজন আটক

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা রবিবার সকালে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে।
দুপুরে র‌্যাব-৮ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, ঝিনাইদহ থেকে কাভার্ডভ্যান যোগে একটি মাদকের চালান বরিশালে আসার খবর পেয়ে সকাল সাড়ে সাতটার দিকে র‌্যাব সদস্যরা নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের সিএন্ডবি রোডে চেক পোষ্ট বসিয়ে গাড়ি থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি কাভার্ড ভ্যানের চালকের গতিবিধি সন্দেহ জনক হলে র‌্যাব সদস্যরা সেখানে যাওয়া মাত্রই গাড়িতে থাকা মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা সোহেল গাজী ওরফে আল-আমিন এবং মিঠু নামের দুইজনকে আটক করে। আটকৃতদের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী এবং ভাঙ্গা থানায়। পরবর্তীতে র‌্যাব সদস্যরা ওই কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে দুই হাজার ৩৬০ বোতল ফেনসিডিল ও ২৫ কেজি গাঁজা উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-৮ এর বরিশাল সিপিএসসি’র ডিএডি আল মামুন শিকদার বাদি হয়ে নগরীর কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *