• মে ৩০, ২০২৩
  • Last Update এপ্রিল ১, ২০২৩ ১১:৫৫ পূর্বাহ্ণ
  • বাংলাদেশ

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রী গ্রেফতার

পরকীয়ার জেরে স্বামীর পুরুষাঙ্গ কাটায় স্ত্রী গ্রেফতার

পটুয়াখালীতে পরকীয়ার জেরে এমবিবিএস চিকিৎসক স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়ার মামলায় স্ত্রী সাবিনা আক্তার মমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে স্ত্রী সাবিনাকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। এর আগে ২৩ ডিসেম্বর ভিকটিম মনির হোসেনের বোন চিকিৎসক মারইয়া আক্তার জলি বাদী হয়ে স্ত্রী ও তার দু’সহযোগীকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ডাক্তার মনির হোসেনের স্ত্রী গত ৫ ডিসেম্বর পটুয়াখালীর বাসায় পারিবারিক কলহের জেরে তার ভাইয়ের পুরুষাঙ্গ কেটে দিয়ে ময়লার বালতিতে ফেলে দেয়। খবর পেয়ে মূমূর্ষ অবস্থায় ওই রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পর দিন দুপুরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইন্সস্টিটিউটে ভর্তি করা হয়। জানা যায়, পরকিয়ার জেরে পটুয়াখালী হেলথ কেয়ার ক্লিনিকের সত্ত্বাধিকারী ডাক্তার মনির হোসেনের পুরুষাঙ্গ কেটে দেয় স্ত্রী সাবিনা আক্তার মম। পরকিয়ার জেরে র্দীঘ দিন স্বামী ও স্ত্রীর মধ্য কলহ চলে আসছিল। ওই ঘটনার দিন স্ত্রী নিজেও আত্মহত্যার প্রয়াস চালায়ি ব্যর্থ হয় বলে জানায় সূত্রটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *