জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি। রবিবার সকালে উপজেলার চাঁনপুর ইউনিয়নের শ্যামপুর নূরানী কওমী ও হাফেজিয়া মাদ্রাসার মাঠে এবং ধূলখোলা ইউনিয়নের ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
সাংসদ পংকজ নাথ কনকনে শীতের মধ্যে শীতার্থদের মাঝে শীতবস্ত্র নিয়ে উপস্থিত হলে শীতবস্ত্র নিতে আসা ছিন্নমূল খেটে খাওয়া মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দেয়। এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাহফুজ উল আলম লিটন, উপজেলা নির্বাহী অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মোঃ আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, মকবুল আহম্মেদ দপ্তরী উপস্থিত ছিলেন।