আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এর নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক হিসেবে এ্যাডভোকেট আফজাল হোসেনের নাম ঘোষণা করেন। গত ২০ ও ২১ তারিখ বর্ণিল আয়োজনে শেষ হয় আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন। এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভানেত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের। এমন ঘোষনা পাওয়ার পর পরই পটুয়াখালী জেলার আওয়ামী নেতাকর্মীদের মধ্যে উৎফুল্লকর পরিবেশ দৃশ্যমান। জনপ্রিয় এ নেতার কর্মীবৃন্দের মধ্যে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যে রং খেলার দৃশ্যও দেখা যায়। এছাড়াও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক পোস্ট দেখা যায়। এব্যাপারে পটুয়াখালী সিনিয়র নেত্রী বৃন্দ থেকে শুরু করে ত্রীনমূল পর্যায়ে নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ হাসিনা’র প্রতি মুজিবিয় শুভেচ্ছা জানান।

- ডিসেম্বর ২৭, ২০১৯
১,৯৬৪
Less than a minute