• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় ইউএনও’র গাড়ির ধাক্কায় আরোহীর মৃত্যু

বরগুনার পাথরঘাটায় ইউএনও’র গাড়ির ধাক্কায় আরোহীর মৃত্যু

জেলার পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হুমায়ুন কবিরের গাড়ি ও মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে বশির আহমেদ (৪৫) নামের এক বৃদ্ধর মৃত্যু খবর পাওয়া গেছে। এসময় মোফাজ্জেল (৪০) নামের আরো একজন আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাইনচটকি এলাকায় এঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মিরা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তারা। খোজনিয়ে জানা গেছে, পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবির বরগুনা উদ্দ্যেশে যাওয়ার সময় বাইনচটকি থেকে ভাড়ায় চালিত মােটরসাইকেল (ইউএনও) এর  গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনা স্থলেই বশির আহমেদ (৪৫) নামের একজন নিহত হয়েছেন এবং মোফাজ্জেল নামের আরও একজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের সদস্য সিদ্দিকুর রহমান ও কামাল হোসেন জানান, আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *