নিজাম উদ্দীন (স্বাধীন): বেতাগী উপজেলার ৬ষ্ঠ স্কাউটস সমাবেশে মহাতাঁবু জলসা ও সমাপনী অনষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অায়োজিত ৫ দিন ব্যাপি স্কাউটস সমাবেশের শেষ দিনের মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। উপজেলা নির্বাহী অফিসার মো: রাজীব আহসান’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: কামরুজ্জামান মিয়া। স্বাগত বক্তৃতা করেন উপজেলা স্কাউটস কমিশনার ও স্বাগতিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো: গোলাম কবির। অনুষ্ঠান পরিচালনা করেন স্কাউটস’র উপ পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন ও উপজেলা স্কাউটস’র সম্পাদক মো: লুৎফর রহমান স্বপন। পরে স্কাউটস সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

- ডিসেম্বর ২২, ২০১৯
৪০১
Less than a minute