ডিজিটাল বাংলাদশর অংশিদার হতে ঢাকা থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “ডেইলী রাঙা প্রভাত” এর উদ্বাধণী অনুষ্ঠান বুধবার সকাল নগরীর নথুল্লাবাদ¯ বিভাগীয় কার্যালয় অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে নিউজ পোর্টাল উদ্বাধণ করন দৈনিক জনকণ্ঠ পত্রিকার বরিশালর ব্যুরা প্রধান খোকন আহম্মদ হীরা। নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক বরিশালের তরুন সাংবাদিক রফিকুল ইসলাম রনির সভাপতিত্ব উদ্বাধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টিভি ও ফটো সাংবাদিক এসোসিয়েশনের গৌরনদী উপজেলার সভাপতি হাসান মাহমুদ, সাংবাদিক সাইফুল ইসলাম, ডেইলী রাঙা প্রভাতের সহকারী বার্তা সম্পাদক মোঃ জাহিদ হাসান প্রমুখ।

- ডিসেম্বর ১৮, ২০১৯
৬০৬
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩