বরিশালের গৌরনদী রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচন ২০২০র ঘোষিত তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র জমা দানের শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে। আগামি ২৭ ডিসেম্বর শুক্রবার গৌরনদী রিপোটার্স ইউনিটির কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। গৌরনদী রিপোটার্স ইউনিটির নির্বাচন ২০২০র নির্বাচন কমিশনার ও রিপোটার্স ইউনিটির প্রধান উপদেষ্টা সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে বুধবার বিভিন্ন পদে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন জন। তারা হলেন বর্তমান সভাপতি মোঃ বেলাল হোসেন, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক ও বর্তমান সহসভাপতি পলাশ তালুকদার। সাধারন সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই জন। তারা হলেন বর্তমান ভারপ্রাপ্ত সম্পাদক এস,এম, মিজান ও বর্তমান কোষাধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। সহ-সভাপতি মনোনয়নপত্র জমা দেন সাবেক সহ-সম্পাদক মনিরুজ্জামান চুন্নু ও সাবেক দপ্তর সম্পাদ রাশেদ আহম্মেদ। অন্যান্য ৫টি পদে এক জন করে মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন সহ-সম্পাদক পদে শামীম মীর, কোষাধ্যক্ষ পদে জামান মুন্সী, দপ্তর সম্পাদক পদে রাজীব হোসেন খান, প্রচার সম্পাদক পদে পপলু খান ও নির্বাহী সদস্য পদে সাবেক সভাপতি খায়রুল ইসলাম মনোনয়নপত্র জমা দেন।

- ডিসেম্বর ১৭, ২০১৯
৫২৩
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩