জেলার উজিরপুরে ৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আ.ন.ম আঃ হাকিম। আরো বক্তৃতা করেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলি হাওলাদার ,আঃ আউয়াল, আঃ মন্নান হাওলাদার, আক্রাম হোসেন হাওলাদার, দেলোয়ার হোসেন তালুকদার, মোঃ সেকেন্দার সিকদার। এ সময় শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন । ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা সংগ্রামে উজিরপুরের বড়াকোঠা, বামরাইল, গুঠিয়াসহ বিভিন্ন স্থানে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাঙালীর উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। মুক্তি বাহিনীরাও তাদেরকে সম্মুখ যুদ্ধে পরাস্থ করে বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করে দেয়। অবশেষে তারা অবস্থান নেন উজিরপুর থানা কম্পাউন্ডে। পরে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন মুক্তিযোদ্ধারা উজিরপুর থানা ঘেরাও করে রাখে। ঐ দিন ৫৫জন পাক হানাদার বাহিনী ও ৩৫ জন রাজাকার ও ইপিআররা সকলেই সাবেক বেইজ কমান্ডার বীর মুক্তিদ্ধো ওয়াদুদ সরদার সহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে উজিরপুর পাক হানাদার মুক্ত হয়। এর পর থেকে প্রতি বছর এই দিন ৫ ডিসেম্বর ব্যাপক আয়োজনে উজিরপুরে মুক্ত দিবস পালিত হয়।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান