• মার্চ ২৭, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

হানাদার মুক্ত দিবস পালিত

হানাদার মুক্ত দিবস পালিত

জেলার উজিরপুরে ৫ ডিসেম্বর পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আ.ন.ম আঃ হাকিম। আরো বক্তৃতা করেন সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকান্দার আলি হাওলাদার ,আঃ আউয়াল, আঃ মন্নান হাওলাদার, আক্রাম হোসেন হাওলাদার, দেলোয়ার হোসেন তালুকদার, মোঃ সেকেন্দার সিকদার। এ সময় শতাধীক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন । ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস স্বাধীনতা সংগ্রামে উজিরপুরের বড়াকোঠা, বামরাইল, গুঠিয়াসহ বিভিন্ন স্থানে পাক-হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস বাঙালীর উপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছিল। মুক্তি বাহিনীরাও তাদেরকে সম্মুখ যুদ্ধে পরাস্থ করে বিভিন্ন স্থান থেকে বিতাড়িত করে দেয়। অবশেষে তারা অবস্থান নেন উজিরপুর থানা কম্পাউন্ডে। পরে ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত ৫ দিন মুক্তিযোদ্ধারা উজিরপুর থানা ঘেরাও করে রাখে। ঐ দিন ৫৫জন পাক হানাদার বাহিনী ও ৩৫ জন রাজাকার ও ইপিআররা সকলেই সাবেক বেইজ কমান্ডার বীর মুক্তিদ্ধো ওয়াদুদ সরদার সহ মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে উজিরপুর পাক হানাদার মুক্ত হয়। এর পর থেকে প্রতি বছর এই দিন ৫ ডিসেম্বর ব্যাপক আয়োজনে উজিরপুরে মুক্ত দিবস পালিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *