• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

সূফীনমিক্স” এর ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন সম্পন্ন

সূফীনমিক্স” এর ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন সম্পন্ন

ড. সায়েম আমীর ফয়সল ২০১৫ সালের ১৭ আগস্ট এক অনুষ্ঠানে যুগান্তকারী এক উদ্ভাবন সূফীনমিক্স এর গোড়াপত্তন করেন। তিনি ঘোষণা করেন, ২০২১ সালে স্বাধীন বাংলাদেশের ৫০ তম বার্ষিকীতে “সূফীনমিক্স”একটি সূফী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক মতবাদ এর প্রথম সংস্করণ প্রকাশ করবেন। সূফীনমিক্স মূল বিষয় হলো সুফীবাদের আদর্শ, মূলনীতি ও মূল্যবোধ সমুন্নত রেখে অর্থনৈতিক, সামাজিক, প্রযুক্তিগত ও রাজনৈতিক অগ্রগতি অক্ষুন্ন রাখা। বিশ্ব ওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) কেবলাজান ছাহেবের নেক দয়া ও মহান রাব্বুল আলামীনের অপার রহমতে “সূফীনমিক্স” এর ট্রেডমার্ক রেজিষ্ট্রেশন সম্পন্ন হলো। সূফী ইতিহাসের ৫ হাজার বছরে এই প্রবর্তিত অর্থনৈতিক মতবাদ সূফীনমিক্স এখন জাকের পার্টি, বিশ্ব জাকের মঞ্জিল ফাউন্ডেশন ও সিপিএইচডি’র সম্পদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *