স্টাফ রিপোর্টারঃ আগামী ৭ ডিসেম্বর উজিরপুর উপজেলা আওয়ামীলীগের দ্বিবার্ষিক কাউন্সিল। উপজেলার মহিলা কলেজ মাঠে সকাল ১০টায় প্রধান অতিথি থাকবেন দক্ষিণ বঙ্গ আওয়ামীলীগের রাজনৈতিক অভিভাবক সাবেক সফল চীফ হুইপ বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ, বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। কাউন্সিলকে ঘিরে উপজেলার নেতাকর্মীদের ভিতরে বইছে আনন্দ উল্লাস ও চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলের শীর্ষে রয়েছেন সাবেক দুই ছাত্রলীগ নেতা, একজন সভাপতি পদে, অন্যজন সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একাধিক স্থানীয় নেতাকর্মী জানান, সাবেক ছাত্রলীগ নেতা উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল ও উজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমান যুবলীগ সভাপতি ও উজিরপুর পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। দুই ছাত্রলীগ নেতাকে নিয়েই উপজেলার বিভিন্ন প্রান্তের নেতাকর্মীদের সবচেয়ে বেশি আলোচনা শোনা যায়।

- ডিসেম্বর ৫, ২০১৯
৩৫৮
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩