বরিশালের উজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাসের সভাপত্বিতে বিশেষ অতিথি’র বক্তৃতা করেন উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস.এম.জামাল হোসেন, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার ভ‚মি মাহাবুবউল্লাহ মজুমদার, ওসি তদন্ত হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু ও সীমা রানী শীল প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, প্রকৌশলী ইউনুচ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, আক্রাম হোসেন, উপজেলা আ”লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার, প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শহিদুল ইসলাম, ইউসুফ হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি তাপস কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি আঃ রহিম সরদার সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। প্রস্তুতি সভায় স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, কুচ কাওয়াজ, ডিসপ্লে, খেলাধুলা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন সরকারি, বেসরকারি ভবন ও আবাসিক ভবনে আলোকসজ্জা করার সিদ্ধান্ত গৃহীত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণেরও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান