বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধা মহিলাকে পিটিয়ে ঘাড় ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসী ভ‚মিদস্যুরা। এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযোগ ও আহত সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে রাজ্জাক আকনের সাথে একই বাড়ির এনায়েত আকনের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৮ তারিখ সন্ধ্যায় প্রভাবশালী ভ‚মিদস্যু এনায়েত আকন একদল ভাড়াটে সন্ত্রাসী নিয়ে রাজ্জাক আকনের বসত ঘরে ঢুকে প্রকাশ্যে তার স্ত্রী বৃদ্ধা ফাতেমা বেগম(৫০) কে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে এবং তান্ডব চালিয়ে বসতঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতিসাধন করে নগদ অর্থ ও স্বর্নালংকার লুটে নিয়ে যায়। এতে আহত ফাতেমা বেগম এর ঘাড় ভেঙ্গে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। তার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন আহতকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার দিন বৃদ্ধার স্বামী বাড়িতে না থাকায় অতর্কিতভাবে হামলা চালায় ওই সন্ত্রাসীরা। আহতর পরিবার সূত্রে আরো জানা যায়, এনায়েত আকন, রাজ্জাক আকনের পরিবারের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ ২০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। এনায়েত আকন এলাকায় বিভিন্ন কু-কর্মের সাথে জড়িত রয়েছে। অন্যের জমি দখল করা তাদের নেশা ও পেশা। আহত বৃদ্ধা ফাতেমা বেগম সাংবাদিকদের কান্নার কন্ঠে বলেন ওই ভ‚মিদস্যুরা ইতিপূর্বে আমার স্বামীর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে কয়েকটি মামলা দায়ের করেন সে মামলায় আমাদের পক্ষে রায় হওয়ায় বেপরোয়া হয়ে ওই ভ‚মিদস্যুরা আমার স্বামীকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং এলাকা ছাড়ার হুমকী দেয়। তাদের হুমকীর মুখে আমাদের পরিবারের সকল সদস্যদের নিয়ে প্রতিনিয়ত আতঙ্কে থাকতে হচ্ছে। ওই প্রভাবশালী ভ‚মিদস্যু সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা পেতে প্রশাসনের উর্দ্ধোতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহতের পরিবার। অভিযুক্ত এনায়েত আকনের সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে ফোনটি বন্ধ পাওয়া যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ শিশির কুমার পাল জানান তদন্ত সাপেক্ষে অপরাধিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান