সিরাজগঞ্জের বেলকুচিতে বন্ড সুবিধার অপব্যবহার করে চোরাই পথে আসা ৪০ মেট্রিক টন সূতা জব্দ করেছে ঢাকার কাস্টমস্ বন্ড কর্মকর্তা। বুধবার সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত এ অভিযানে ঢাকা থেকে কাস্টমস্ বন্ড, রাজশাহী বিভাগের পুলিশ ও রাজশাহী ভ্যাট কমিশনারের বিপুল সংখ্যক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবিষয়ে কাস্টমস্ এন্ড বন্ডের সহকারী কশিনার (প্রিভেন্টিভ) মোঃ আল-আমিন জানান, রপ্তানিমুখী গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠান কর্তৃক বন্ড সুবিধায় শুল্কমুক্ত ভাবে সূতা আমদানিপূর্ব বিদেশে রপ্তানির পরিবর্তে সিরাজগঞ্জের তাঁত শিল্প সমৃদ্ধ বেলকুচি উপজেলার সোহাগপুর বাজার ও বিভিন্ন পাইকারী বাজারে অবৈধভাবে সুতা বিক্রির হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার সোহাগপুর বাজার ও তামাই গ্রামের শামীম শেখের গোডাউনে তল্লাশি চালিয়ে ৪০ মেট্রিক টন সূতা জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মুল্য ১ কোটি ২৫ লাখ টাকা। প্রাথমিক তদন্তে ইউডির বিপরীতে এসকল সূতা আমদানি করা হয়েছে। বিগত প্রায় ৫ বছর ধরে বন্ডের আওতায় সূতা আমাদানি করে খোলা বাজারে সূতা করে আসছে চক্রটি। এদিকে কাস্টমস্ এন্ড বন্ড কমিশনারেট ঢাকা কার্যালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বন্ড কমিশনার এসএম হুমায়ুন কবির বলেন, শুধু গোডাউনের মালিক বা ক্রেতা নয় যে সমস্ত উৎস হতে চোরাই পথে অবৈধভাবে এই সকল পণ্য সিরাজগঞ্জে আসে সে সকল উৎস প্রতিষ্ঠান এবং এই চক্রকে বিজিএমই, বিকেএমইএ, বিটিএমএ-এর সহযোগিতা নিয়ে অতিদ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া দায়ি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

- নভেম্বর ১৫, ২০১৯
৯৬৩
Less than a minute
Related Articles
সিরাজগঞ্জে শাহজাদপুরে ভ্রাম্যমান আদালতের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে…
- ফেব্রুয়ারি ২৪, ২০২১