• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

গৌরনদীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা আহত -২

গৌরনদীতে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা আহত -২

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল সাকোকাঠী গ্রামের সুলতান বেপারী পুত্র নান্নু বেপারী কে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় উজিরপুর ঘন্টেরশ্বর নামক বাজার থেকে ডেকে নিয়ে মারধর করে নগদ টাকা নিয়ে যায় ও হামলা চালায় ১০/১২ জন সন্ত্রাসী দল । সাকোকাঠী গ্রামের মৃত্যু সুলতান বেপারী পুত্র নান্নু বেপারী ও তার পুত্র  প্রতিদিনের ন্যায়ে গোপালপুর হাট থেকে গরু ও ছাগল বিক্রি করে বাড়ি উদ্দেশ্য আসে। নান্নু বেপারী ও তার পুত্র ঘন্টেশ্বর বাজারের সন্ধ্যা সাড়ে সাতটায় পৌছায়। সে সময় সন্ত্রাসী সান্টু বেপারী (৪৫) ও ছেলে লিটন বেপারী (২৫) জুয়েলের বেপারী ( ২২) এর নেতৃত্বে এই ঘটনা ঘটে বলে অভিযোগ সূত্রে জানা যায়।   বাজার থেকে টেনে মারধর করে এলোপাতাড়ি হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে মাথা থেতলে দেয়। নগদ ৫০ হাজা টাকা ও স্বর্নের আংটিসহ মোবাইল লুট করে নিয়ে এলাকা ত্যাগ করে সন্ত্রাসী দল। তাৎক্ষনিক উপস্থিত হয়ে স্হানীয়রা গুরুতর অবস্থায় নান্নু বেপারী ও তার পুত্র কে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। নান্নু বেপারীর অবস্থা সংকটপন্ন হওয়ার কথা জানান কর্তব্যরত চিকিৎসক। এবিষয়ে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের প্রস্ততি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *