উজিরপুর প্রতিনিধি : জেলার উজিরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে ব্র্যাক ওয়াস কর্মসূচির সার্বিক সহযোগীতায় একটি র্যালী উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্তরে শেষ হয়। পড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ মাহবুব উল্লাহ মজুমদার, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সহকারী প্রকৌশলী সিরাজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদার, ব্র্যাক জেলা প্রতিনিধি রিপন চন্দ্র মন্ডল, ব্র্যাক ওয়াস কর্মসূচির উপজেলা সংগঠক কিশোর কান্তি, কর্মসূচি সহায়ক মোঃ ইকবাল কবির(টিটো) সহ বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। র্যালী শেষে শিক্ষার্থীদের নিয়ে হাত ধোয়ার প্রশিক্ষণ প্রদান করা হয়।
