উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: উজিরপুরে কেক কেটে জাতীয় শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আনোয়ার হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা আ’লীগের সভাপতি এস, এম জামাল হোসেন, বিশেষ অতিথির বক্তৃতা দেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক মোঃ শিপন মোল্লার সার্বিক তত্ত্ববধানে আরো বক্ততা দেন উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক খবির উদ্দিন, সদস্য তাপস কুমার রায়, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামাল হোসেন সবুজ, আ’লীগ নেতা বরুন কুমার মিত্র, ছাত্রলীগ সভাপতি অসীম কুমার ঘরামী, সাবেক সভাপতি আনিচুর রহমান নয়ন, কাউন্সিলর রিপন মোল্লা, বাবুল সিকদার, চাঁন মিয়া, পৌর শ্রমিক লীগের সভাপতি শাহে আলম সিকদার, সম্পাদক সেলিম রাঢ়ী প্রমুখ। সভায় বক্তারা শ্রমীকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

Exif_JPEG_420