• মার্চ ২৫, ২০২৩
  • Last Update ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৯:১৫ অপরাহ্ণ
  • বাংলাদেশ

ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

টাঙ্গাইলের সখীপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার তক্তারচালা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন মিয়া (২০) উপজেলার তক্তারচালা গ্রামের ফজল মিয়ার ছেলে। এর আগে ওই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, গত ০৩/১০/২০১৯ইং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী বখাটে ইমন ঘরে ঢুকে ওই শিশুকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়। এক পর্যায়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌড়েেআসে। মুহুর্তের মধ্যেই ইমন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি আমির হোসেন বলেন, মামলার একমাত্র আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একইদিন শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে টাঙ্গাইল আদালতে নেওয়া হয়েছে বলে ওসি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *