টাঙ্গাইলের সখীপুরে আড়াই বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমন মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকালে উপজেলার তক্তারচালা গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমন মিয়া (২০) উপজেলার তক্তারচালা গ্রামের ফজল মিয়ার ছেলে। এর আগে ওই শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাতীবান্ধা ইউনিয়নে তক্তারচালা গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার সূত্রে জানা যায়, গত ০৩/১০/২০১৯ইং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই শিশু ঘরে একাই খেলা করছিল। শিশুর মা রান্না ঘরে দুপুরের রান্নার কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে প্রতিবেশী বখাটে ইমন ঘরে ঢুকে ওই শিশুকে কোলে নিয়ে খাটে শুইয়ে দেয়। এক পর্যায়ে ওই শিশুর পরনের কাপড় খুলে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে রান্না ঘর থেকে মা দৌড়েেআসে। মুহুর্তের মধ্যেই ইমন ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে সখিপুর থানার ওসি আমির হোসেন বলেন, মামলার একমাত্র আসামী ইমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। এছাড়া একইদিন শিশুর ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করতে টাঙ্গাইল আদালতে নেওয়া হয়েছে বলে ওসি জানান।
সংবাদ শিরোনাম
- অবৈধ বালু উত্তোলনের দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা
- তাড়াশে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লকে নির্মাণ কাজে অনিয়ম
- সিরাজগঞ্জ র্যাব-১২ ব্যাটালিয়নের এনজিও প্রতিনিধিদের সাথে আলোচনা সভা
- সিরাজগঞ্জ উল্লাপাড়ায় সুদ ব্যবসার আড়ালে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের প্রধান আসামি গ্রেফতার
- এ্যাবজার সাধারণ সভা ২৬ আগস্ট
- চৌহালীর যমুনায় অবৈধ ভাবে বালু উত্তলনের দায়ে ৮ জনকে আটক
- তাড়াশে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- শাহজাদপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত
- মনির হোসেন মনি’র মৃত্যুর ঘটনার আসল বের করলো সিরাজগঞ্জ পিবিআই
- সিরাজগঞ্জে ডিমের দাম নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান