নিজস্ব প্রতিবেদক, বরিশাল:– বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘৭৫-এর পরবর্তী সময়ে এদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছিল তা আর থামেনি। রাজনীতির সেই দুর্বৃত্তায়নের পথ ধরেই এখন অর্থনীতিতেও দুর্বৃত্তায়ন হয়েছে। দেশের অর্থনীতি নিয়ন্ত্রণকারী দুর্বৃত্তরা আজ চরম শক্তিশালী ও বেপরোয়া। রাষ্ট্রের কৃষক-শ্রমিক-মেহনতি জনতার সম্পদ লুণ্ঠন করে তারা সম্পদের পাহাড় গড়েছে। মাত্র দুই পার্সেন্ট লুটেরাদের হাতে আজ রাষ্ট্রের সিংহভাগ সম্পদ।’ রোববার ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এসময় রাশেদ খান মেনন আরও বলেন, ‘বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে যে অভিযান শুরু করেছেন তা অব্যাহত রাখতে হবে। সকল ক্ষেত্রেই এ ধরনের শুদ্ধি অভিযান চালাতে হবে। ওয়ার্কার্স পার্টি একটি আদর্শিক সংগঠন। ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের সবসময় এসব দুর্নীতিবাজ-লুটেরাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। বাবুগঞ্জে হাতুড়ির দূর্গ গড়ে তুলতে হবে। আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে জোটে থাকলেও দলীয় হাতুড়ি প্রতীক নিয়েই নির্বাচন করবে ওয়ার্কার্স পার্টি।’ উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নজরুল হক নিলু ও বিকল্প সদস্য আবদুল খালেক। উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন এবং যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. শাহিন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সম্মেলনে এসময় সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রমেত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, শান্তি দাস, উপজেলা যুবমেত্রীর সভাপতি আলাউদ্দিন খান, ওয়ার্কার্স পার্টির সম্পাদক হাসানুর রহমান পান্নু, উজিরপুর ওয়ার্কার্স পার্টির সভাপতি ফাইজুল হক বালী ফারাহিন, মতিউর রহমান কালু, রবীন বৈদ্য, রাজা দিলীপ কুমার রায়, আব্দুল হাকিম প্রমুখ। সম্মেলনে ওয়ার্কার্স পার্টি ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

- অক্টোবর ৭, ২০১৯
৭১৩
Less than a minute
Related Articles
উজিরপুরে শান্তি সমাবেশে আওয়ামীলীগের দখলে রাজপথ
- ফেব্রুয়ারি ১১, ২০২৩