বিশাখাপত্তম টেস্টের প্রথম ইনিংসে ১৭৬ রানের ইনিংস খেলা রোহিত দ্বিতীয় ইনিংসেও হাঁকালেন সেঞ্চুরি। প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ওপেনিং করতে নেমে জোড়া শতক হাঁকিয়ে ইতিহাসের পাতায় রোহিত। ১৪৯ বলে ১২৭ রানের ইনিংসে ১০ চারের ছক্কা মেরেছেন ৭টি। প্রথম ইনিংসে মেরেছিলেন ৬টি। মোট ১৩ ছক্কায় টেস্টে কোনো ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটিও নিজের করে নিলেন রোহিত। এর আগে ১৯৯৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২ ছক্কা মেরেছিলেন পাকিস্তানের ওয়াসিম আকরাম। আর রোহিতের আগে ভারতের হয়ে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা ছিল নভোজিৎ সিং সিধুর। রোহিতের সেঞ্চুরি আর ছক্কার উৎসবের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ৩৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। রান তাড়া করতে নেমে ১ উইকেট হারিয়ে ১১ রান তুলে চতুর্থ দিন শেষ করে প্রোটিয়ারা। আজ শেষ দিনে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ৩৮৪ রান, অন্যদিকে ভারতের ৯ উইকেট। আলোকস্বল্পতার কারণে গতকাল কয়েক ওভার আগেই দিনের খেলা শেষ হয়ে যায়। ফলে শেষ দিনে ৯৮ ওভার খেলা হবে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৭১ রানে এগিয়ে থাকা ভারত মাত্র ৬৭ ওভারে ৩২৩/৪ তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। দলীয় ২১ রানে মায়াঙ্ক আগারওয়ালের (৭) বিদায়ের পর দ্বিতীয় উইকেটে চেতেশ্বর পূজারার (৮১) সঙ্গে ১৬৯ রানের জুটি গড়েন রোহিত। ঝড়ো সেঞ্চুরি হাঁকিয়ে তিনি আউট হন দলীয় ২৩৯ রানে। ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি পেলেন রোহিত। এর আগে বিজয় হাজারে, সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড়, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে। এদের মধ্যে সুনীল গাভাস্কার তিনবার ও দ্রাবিড় দু’বার এ কৃতিত্ব দেখান। এর আগে ৩৮৫/৮ দিনে গতকাল চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। অভিষিক্ত খেলোয়াড় সেনুরান মুথুসামির অপরাজিত ৩৩ রানের সুবাদে ৪৩১ রানে থামে প্রোটিয়ারা। শেষ দুটি উইকেট নিয়ে এক ইনিংসে ৭ উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ভারত নিজেদের প্রথম ইনিংসে ৫০২ রানে ইনিংস ঘোষণা করে।
